*** *** *** আমি বুঝিনা ***
*** ***
»» একজন সুন্দরী মেয়েকে ঘর
থেকে বাহির করে এনে দুই পুরুষের
মাঝখানে রিক্সায়
বসতে দেয়া কি নারী স্বাধীনতা ?
»» বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল স্লোগান
দিতে গিয়ে একজন
পুরুষকে জড়িয়ে ধরে ফটোসেশন
করা কি নারী স্বাধীনতা ?
»» বিলবোর্ড থেকে শুরু করে পণ্যের
অ্যাডে নারীর দেহ উপস্থাপন
করে পণ্যের মত নারীকে পণ্য
বানিয়ে প্রোডাক্টের
প্রচারণা চালানো কি নারী
স্বাধীনতা ???
»» ঘর ফেলে শাহবাগে সারা রাত
পুরুষদের সাথে রাত
কাটানো কি নারী স্বাধীনতা!!
»» সবচেয়ে বড়
কথা যারা নারী স্বাধীনতা নিয়ে
তাফালিং করে তাদের
চারিত্রিক গুণাবলী দেখলেই
বোঝা যায় তারা কেমন
নারী স্বাধীনতা চাই !!
»» পাগল নিজেও পাগলের সুখ
বোঝে কিন্তু (কথিত)
নারী বোঝে না তার প্রকৃত সম্মান-
অধিকার-স্বাধীনত া!!
•• আমার নারী বোনদের
উদ্দেশ্যে একটা কথা বলে রাখি-
»» এরা যতোক্ষণ পর্যন্ত আপনার শরীরের
ব্যবচ্ছেদ করতে পারবে না ততোক্ষণ
পর্যন্ত এরা আপনার জন্য নারীবাদী।
আর
যখন আপনার শরীরের
চামরা ভোঁতা হয়ে যাবে,আপনার
রূপের
বাহাদুরি হারিয়ে যাবে, তখন
তারা আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে
ফেলে দিবে।
তাই,কথিত নারীবাদীরা যেন
আমাদের ভুল
বুঝিয়ে ইসলাম
থেকে দূরে ঠেলে নিয়ে না যায় ৷
তারা চাই,আধুনিকতার নামে
নারীদের
সতীত্ব নষ্ট করতে ৷ PUBLISHED BY OVI♣
Sunday, 26 April 2015
আধুনিকতার , নামে , নারীদের, সতীত্ব, নষ্ট, করা, ।,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment