Sunday, 26 April 2015

[ইসলামের , কথা] , আল্লাহর, রহমতের, মূল্য,

কখনো আল্লাহ আমাদের দুর্বল করে
দেন,
অধিক শক্তিশালী হবার জন্য কখনো
আল্লাহ আমাদের হৃদয় চূর্ণ করে দেন,
আমাদের পরিপূর্ণ করার জন্য কখনো
আল্লাহ আমাদের দুঃখ সইতে দেন,
অধিক
সহনশীল হবার জন্য কখনো আল্লাহ
আমাদের ব্যর্থতা দেন, জীবন
সংগ্রামে
জয়ী হবার জন্য কখনো আল্লাহ
আমাদের
একাকীত্ব দেন, অধিক সচেতন হবার
জন্য
কখনো আল্লাহ আমাদের সর্বস্ব
ছিনিয়ে
নেন, আল্লাহর রহমতের
মূল্য বুঝার জন্য ! "এবং অবশ্যই আমি
তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা
ভয়,
ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল
বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও
সবুরকারীদের।( " সূরা আল বাক্বারাহ
-১৫৫.)  PUBLISHED BY OVI♣

No comments:

Post a Comment