Sunday, 26 April 2015

[ইসলামের , কথা]আর , যদি , তাদের, কোন, অকল্যাণ , হয়,

তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু
কিন্তু
তোমাদেরকে পাকড়াও করবেই। যদি
তোমরা
সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।
বস্তুতঃ তাদের কোন কল্যাণ সাধিত
হলে
তারা বলে যে, এটা সাধিত হয়েছে
আল্লাহর
পক্ষ থেকে। আর যদি তাদের কোন
অকল্যাণ
হয়, তবে বলে, এটা হয়েছে তোমার
পক্ষ
থেকে, বলে দাও, এসবই আল্লাহর পক্ষ
থেকে।
পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে,
যারা
কখনও কোন কথা বুঝতে চেষ্টা করে
না। আন-
নিসা (৭৮)  PUBLISHED BY OVI♣

No comments:

Post a Comment