Sunday, 26 April 2015

[ইসলামের , কথা]নামায , পূর্ণ, হওয়ার, পূর্বে , সালাম , ফিরানো

★সালাত পূর্ণ হওয়ার পূর্বে সালাম
ফিরানো★
সালাত পূর্ণ হওয়ার পূর্বে সালাম
ফিরানো বেশি হওয়ার অন্তর্ভুক্ত।
তাই মুসল্লি ইহা ইচ্ছা করে করলে
সালাত বাতিল হয়ে যাবে। আর যদি
ভুলে করে এবং দীর্ঘ সময়ের পর স্মরণ হয়,
তবে সালাত নতুন করে আদায় করবে।
কিন্তু যদি অল্প সময় যেমন দুই তিন
মিনিট পর স্মরণ হয়, তবে বাকি সালাত
পূর্ণ করে সালাম ফিরাবে এবং সহু
সেজদা করে আবার সালাম
ফিরাবে। এর দলিলঃ
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ ﺻَﻠَّﻰ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ
ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺇِﺣْﺪَﻯ ﺻَﻠَﺎﺗَﻲْ ﺍﻟْﻌَﺸِﻲِّ ﺭَﻛْﻌَﺘَﻴْﻦِ ﺛُﻢَّ ﺳَﻠَّﻢَ
ﺛُﻢَّ ﻗَﺎﻡَ ﺇِﻟَﻰ ﺧَﺸَﺒَﺔٍ ﻓِﻲ ﻣُﻘَﺪَّﻡِ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻓَﻮَﺿَﻊَ ﻳَﺪَﻩُ
ﻋَﻠَﻴْﻬَﺎ ﻭَﻓِﻴﻬِﻢْ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮٍ ﻭَﻋُﻤَﺮُ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻓَﻬَﺎﺑَﺎ ﺃَﻥْ
ﻳُﻜَﻠِّﻤَﺎﻩُ ﻭَﺧَﺮَﺝَ ﺳَﺮَﻋَﺎﻥُ ﺍﻟﻨَّﺎﺱِ ﻓَﻘَﺎﻟُﻮﺍ ﺃَﻗَﺼُﺮَﺕْ ﺍﻟﺼَّﻠَﺎﺓُ
ﻭَﺭَﺟُﻞٌ ﻳَﺪْﻋُﻮﻩُ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺫُﻭ ﺍﻟْﻴَﺪَﻳْﻦِ
ﻓَﻘَﺎﻝَ ﺃَﻧَﺴِﻴﺖَ ﺃَﻡْ ﻗَﺼُﺮَﺕْ ﻓَﻘَﺎﻝَ ﻟَﻢْ ﺃَﻧْﺲَ ﻭَﻟَﻢْ ﺗُﻘْﺼَﺮْ ﻗَﺎﻝَ
ﺑَﻠَﻰ ﻗَﺪْ ﻧَﺴِﻴﺖَ ﻓَﺼَﻠَّﻰ ﺭَﻛْﻌَﺘَﻴْﻦِ ﺛُﻢَّ ﺳَﻠَّﻢَ ﺛُﻢَّ ﻛَﺒَّﺮَ ﻓَﺴَﺠَﺪَ
ﻣِﺜْﻞَ ﺳُﺠُﻮﺩِﻩِ ﺃَﻭْ ﺃَﻃْﻮَﻝَ ﺛُﻢَّ ﺭَﻓَﻊَ ﺭَﺃْﺳَﻪُ ﻓَﻜَﺒَّﺮَ ﺛُﻢَّ ﻭَﺿَﻊَ
ﺭَﺃْﺳَﻪُ ﻓَﻜَﺒَّﺮَ ﻓَﺴَﺠَﺪَ ﻣِﺜْﻞَ ﺳُﺠُﻮﺩِﻩِ ﺃَﻭْ ﺃَﻃْﻮَﻝَ ﺛُﻢَّ ﺭَﻓَﻊَ
[] ﺭَﺃْﺳَﻪُ ﻭَﻛَﺒَّﺮَ .ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ .
আবু হুরাইরা [রাঃ] থেকে বর্ণিত নবী
[সাঃ] যোহর ও অসরের কোন একটি
সালাত দুই রাকাত আদায় করে সালাম
ফিরান। অতঃপর
তিনি মসজিদের সামনে একটি খুঁটির
পাশে দাঁড়িয়ে তার উপর হাত
রাখেন। সাহাবীদের মাঝে ছিলেন
আবু বকর ও উমার। তাঁরা দুইজনে নবী
[সাঃ] সাথে কথা বলতে ভয় করেন।
অন্য দিকে দ্রুতগামী লোকেরা
মসজিদ থেকে বের হয়ে পড়ে। সকলে
বলাবলি করে, সালাত কী কম করা
হয়েছে? একজন মানুষ যাকে নবী
[সাঃ] যুল ইয়াদাইন বলে ডাকতেন সে
বলল আপনি কি ভুলে গেছেন না
সালাত কম করা হয়েছে? তিনি
[সাঃ] বলেনঃ ভুলকরিনি এবং কমও
করা হয়নি। সে বলল, হ্যাঁ, ভুল করে দুই
রাকাত পড়েছেন। অতঃপর তিনি
[সাঃ] বাকি দুই রাকাত সালাত
আদায় করে সালাম ফিরান। এরপর
তিনি [সাঃ] তকবির দিয়ে তাঁর
সাধারণ সেজদার মত একটি সেজদা
করেন অথবা তার চেয়ে দীর্ঘ। অতঃপর
মাথা উঠিয়ে তকবির দেন। এরপর
আবার মাথা মাটিতে রেখে তকবির
দিয়ে তাঁর সাধারণ সেজদার মত
একটি সেজদা করেন অথবা তার চেয়ে
দীর্ঘ সেজদা করেন। অতঃপর মাথা
উঠান ও তকবিরদেন।” [বুখারী ও মুসলিম]
আর যদি ইমাম সাহেব সালাত পূর্ণ
হওয়ার পূর্বে সালাম ফিরিয়ে ফেলে
এবং মুক্তাদীদের মাঝে মাসবূক
(যাদের সালাতের কিছু অংশ ছুটে
গেছে) দাঁড়িয়ে যায়, তাহলে
ইমামের স্মরণ হওয়ার পর পূর্ণ করার সময়
ওরা নিজেদের বাকি অংশ পূরণ করে
সহু সেজদা করবে। অথবা ইমামের
সাথে অবার অনুসরণ করে সালাম
ফিরালে বাকি অংশ পূরণ করে
সালামের পরে সহু সেজদা করবে। আর
ইহাই উত্তম ও সতর্কতার জন্য ভাল।
দ্বিতীয়তঃ কম হওয়াঃ
(ক) রোকন কম হওয়াঃ যদি মুসল্লি তার
সালাতের কোন রোকন কম করে
ফেলে আর ইহা তাকবিরে তাহরীমা
হয়, তবে সালাত বাতিল হয়ে যাবে।
চাই ইহা ইচ্ছাকৃত হোক বা ভুল করে
হোক। কারণ, তার সালাতই সম্পাদন
হয়নি। আর যদি তকবিরে তাহরীমা
ছাড়া অন্য কোন রোকন ইচ্ছা করে
ত্যাগ করে, তবুও তার সালাত বাতিল
হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত
ছেড়ে দেয় এবং যে রোকন ছেড়ে
দিয়েছে পরের রাকাতের সে
রোকনের স্থানে পৌঁছে যায়, তবে
যে রাকাতের রোকন ছুটে গেছে তা
হিসাব থেকে বাদ পড়ে যাবে এবং
পরের রাকাত তার স্থানে হিসাব
করতে হবে। কিন্তু যদি ছুটে যাওয়া
রোকনের স্থানে পরের রাকাতে না
পৌঁছে, তবে দ্রুত ছেড়ে দেয়া
স্থানে ফিরে যাওয়া ত প্রতি ফরজ
(ওয়াজিব) হবে এবং তা পূরণ করে
বাকি সালাত পূর্ণ করবে। আর এ দুই
অবস্থাতে সালামের পরে তার প্রতি
সহু সেজদা করা ফরজ (ওয়াজিব) হবে।
★ উদাহরণ★
একজন মুসল্লি প্রথম রাকাতে দ্বিতীয়
সেজদা করতে ভুলে গেছে এবং
দ্বিতী রাকাতের দুই সেজদার মাঝে
বসা অবস্থায় স্মরণ হয়েছে। এ অবস্থায়
তার প্রথম রাকাত বাদ পড়ে যাবে
এবং
দ্বিতীয়
রাকাত
প্রথম রাকাতের স্থানে হিসাব
করবে। এরপর বাকি সালাত পূর্ণ করে
সালাম ফিরানোর পরে সহু সেজদা
করে আবার সালাম ফিরাবে।PUBLISHED BY OVI♣

No comments:

Post a Comment