Sunday, 26 April 2015

[ইসলামের , কথা]বিছমিল্লাহির , রাহমানির , রাহীম, - ,

বিছমিল্লাহির রাহমানির রাহীম -
★অবশ্যই আল্লাহ তাদের তওবা
কবুল করবেন,
যারা ভূলবশতঃ মন্দ কাজ করে,
অতঃপর
অনতিবিলম্বে তওবা করে; এরাই হল
সেসব লোক
যাদেরকে আল্লাহ ক্ষমা করে
দেন। আল্লাহ
মহাজ্ঞানী, রহস্যবিদ।
★★আর এমন লোকদের জন্য কোন
ক্ষমা নেই,
যারা মন্দ কাজ করতেই থাকে, এমন
কি যখন তাদের
কারো মাথার উপর মৃত্যু
উপস্থিত হয়, তখন
বলতে থাকেঃ আমি এখন তওবা করছি।
আর তওবা নেই
তাদের জন্য, যারা কুফরী অবস্থায়
মৃত্যুবরণ করে।
আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক
শাস্তি প্রস্তুত
করে রেখেছি।
[সূরা আন নিসা: - ১৭-১৮] PUBLISHED BY OVI♣

No comments:

Post a Comment