ইসলাম ডেস্ক : বিশ্বনবী মহানবী
(সাঃ) তার বাণীতে বলে
গেছেন, যখন কিয়ামত খুবই কাছে
এসে যাবে, এজন্য তিনি
কিয়ামত নিকটবর্তী হওয়ার
কতগুলো আলামত জানিয়ে দিয়ে
গেছেন। আলামত গুলো হলঃ
১. মানুষ ব্যাপকহারে ধর্মবিমুখ
হবে।
২. বিভিন্ন রকমের পার্থিব আনন্দ
এবং রং তামাশায় মেতে
থাকবে।
৩. নাচ-গানে মানুষ মগ্ন থাকবে।
৪. মসজিদে বসে দুনিয়াদারীর
আলাপ-আলোচনায় লিপ্ত হবে।
৫. সমাজে ও রাষ্ট্রে অযোগ্য
লোক এবং মহিলা নেতৃত্ব শুরু
হবে।
৬. মানুষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা,
স্নেহ ভালবাসা কমে যাবে।
৭. ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে।
৮. সব দেশের আবহাওয়ায় ব্যাপক
পরিবর্তন দেখা দিবে।
৯. অত্যাধিক শিলা-বৃষ্টি হবে।
১০. বৃষ্টির সাথে বড় বড় পাথর
বর্ষিত হবে।
১১. মানুষের রূপ পরিবর্তিত হয়ে
পুরুষ স্ত্রীলোকের ন্যায় এবং
স্ত্রীলোক পুরুষের রূপ ধারন করবে।
কিয়ামতের সময় যখন আরও
নিকটবর্তী হবে তখন ইমাম
মাহদীর আগমন, দাজ্জালের
আর্বিভাব, হযরত ঈসা (আঃ) এর
আকাশ থেকে পৃথিবীতে অবতরণ,
ইয়াজুজ-মাজুজের উৎপাত, পশ্চিম
দিক হতে সূর্য উদয়, কুরআনের অক্ষর
বিলোপ, তাওবার দরজা বন্ধ,
দুনিয়া হতে ইমানদারের
বিলুপ্তি ইত্যাদি দেখা দেবে। PUBLISHED BY OVI♣
Monday, 27 April 2015
ঘন ঘন ভূমিকম্প কিয়ামতের বড় একটি আলামত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment