1. হযরত আবদুল্লাহ
ইবনে আমর ইবনুল
আস
রা. থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
একজন ঘোষক প্রেরণ
করলেন সে যেন
মক্কার পথে পথে এ
ঘোষণা করে যে-
জেনে রেখো! প্রত্যেক
মুসলিম নর-
নারী,
গোলাম-স্বাধীন, ছোট-
বড় প্রত্যেকের
উপর সদকায়ে ফিতর
অপরিহার্য। দুই মুদ
(আধা সা) গম
কিংবা এক সা অন্য
খাদ্যবস্ত্ত।
ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﺑﻌﺚ ﻣﻨﺎﺩﻳﺎ ﻳﻨﺎﺩﻱ
ﻓﻲ
ﻓﺠﺎﺝ ﻣﻜﺔ : ﺃﻻ ﺇﻥ ﺻﺪﻗﺔ
ﺍﻟﻔﻄﺮ ﻭﺍﺟﺐ ﻋﻠﻰ ﻛﻞ
ﻣﺴﻠﻢ،
ﺫﻛﺮ ﺃﻭ ﺃﻧﺜﻰ، ﺣﺮ ﺃﻭ ﻋﺒﺪ،
ﺻﻐﻴﺮ ﺃﻭ ﻛﺒﻴﺮ، ﻣﺪﺍﻥ
ﻣﻦ ﻗﻤﺢ، ﺃﻭ
ﺻﺎﻉ ﻣﻤﺎ ﺳﻮﺍﻩ ﻣﻦ
ﺍﻟﻄﻌﺎﻡ .
(জামে তিরমিযী ১/৮৫)।
ইমাম
তিরমিযী রাহ. বলেন,
হাদীসটি হাসান।
২. হযরত আবদুল্লাহ
ইবনে আববাস রা.
থেকে বর্ণিত,
তিনি রমযানের শেষ
দিকে বসরার
মিম্বারের উপর
খুতবা দানকালে বলেছেন,
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
সদকাতুল ফিতর
অপরিহার্য করেছেন
এক
সা খেজুর বা যব
কিংবা আধা সা গম;
গোলাম-স্বাধীন,
নারী-পুরুষ ও ছোট-বড়
প্রত্যেকের উপর।
ﻓﺮﺽ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻫﺬﻩ
ﺍﻟﺼﺪﻗﺔ
ﺻﺎﻋﺎ ﻣﻦ ﺗﻤﺮ ﺃﻭ ﺷﻌﻴﺮ، ﺃﻭ
ﻧﺼﻒ ﺻﺎﻉ ﻣﻦ ﻗﻤﺢ
ﻋﻠﻰ ﻛﻞ
ﺣﺮ ﺃﻭ ﻣﻤﻠﻮﻙ، ﺫﻛﺮ ﺃﻭ
ﺃﻧﺜﻰ، ﺻﻐﻴﺮ ﺃﻭ ﻛﺒﻴﺮ .
(সুনানে আবু দাউদ
১/২২৯। প্রখ্যাত
হাদীস বিশারদ
আল্লামা ইবনে আবদুল
হাদী আল
হাম্বলী রাহ. বলেন,
হাদীসটির সকল
রাবী প্রসিদ্ধ ও
নির্ভরযোগ্য।
আল্লামা যাহাবী রাহ.
বলেছেন, হাদীসটির
সনদ শক্তিশালী।) PUBLISHED OVI♣
Sunday, 26 April 2015
কিছু, হাদিস, দেখে, নিন...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment