(কিয়ামতের আলামত)
“ধোঁয়া“ যা সকল মানুষকে
গ্রাস করে ফেলবে।
.
হাদীসে কিয়ামতের পূর্বে ˝ধোঁয়া˝
প্রকাশ
পাওয়ার কথা উল্লেখিত হয়েছে। এ
সম্পর্কে
মিশকাত শরীফের বিখ্যাত
ব্যাখ্যাকার আল্লামা তিবী (রাহ.)
লিখেন: হাদীসে সূরায়ে 'দুখান'
-এ উল্লেখিত ধোঁয়ার কথাই বলা
হয়েছে।
কুরআনে ইরশাদ হয়েছে--
ﻓَﺎﺭ ﺗَﻘِﺐ ﻳَﻮﻡَ ﺗَﺄ ﺗِﻲ ﺍﻟﺴَّﻤَﺎ ﺀُ ﺑِﺪُﺧَﺎﻥٍ ﻣُّﺒِﻴﻦ ﻳَﻐﺸَﻲ
ﺍﻟﻨَّﺲَ
"সে দিনের অপেক্ষা কর যেদিন
আকাশ স্পষ্ট
ধোঁয়া নিয়ে আসবে যা সকল মানুষকে
গ্রাস
করে নিবে।" (সূরা দুখান)
কিন্তু সাহাবী হযরত আব্দুল্লাহ্ ইবনে
মাসউদ
(র) বলেছেন: এ আয়াতে কিয়ামতের
পূরবে প্রকাশিতব্য কোন ধোঁয়ার কথা
বলা হয় নি।
বরং এতে রাসূলুল্লাহ্ (সা.) এর যুগে
মক্কার লোকেরা যে দুর্ভিক্ষে
নিপতিত হয়েছিল সে আকাল ও
দুর্ভিক্ষের কথাই বলা হয়েছে এই
আয়াতে। এই দুর্ভিক্ষে পড়ে মক্কার
লোকেরা
এতটা দিশেহারা হয়ে গিয়েছিল
যে, আকাশ
ও পৃথিবীর মধ্যভাগটা তাদের কাছে
ধোঁয়াটে
মনে হত। অথচ সেখানে তখন কোন
ধোঁয়া
ছিল না।” অবশ্য হযরত ইবনে মাসউদ ( রা)
এর এই ব্যখার সাথে বিখ্যাত সাহাবী
হযরত
হুযায়ফা (রা.) একমত ছিলেন না।
তিনি বলতেন: এই আয়াতে
কিয়ামতের পূর্বে
প্রকাশিতব্য ধোঁয়ার কথাই বলা
হয়েছে। এর
ব্যাখ্যা স্বয়ং হযরত রাসূলুল্লাহ্ (সা.)
নিজেই
পেশ করেছেন। এই আয়াতে বর্ণিত
ধোঁয়ার
অর্থ জানতে চাইলে তিনি ইরশাদ
করেন—
‘এমন এক ধরনের ধোঁয়া প্রকাশ পাবে
যা পুব
থেকে পশ্চিম পর্যন্ত পূর্ণ শুন্যতাকে
ভরে দিবে।
এই ধোঁয়া স্থায়ী হবে চল্লিশ দিন। এই
ধোঁয়ার
কারনে ঈমানদারদের ঠান্ডা
শ্লেষার মত কষ্ট
অনুভূত হবে আর কাফের গোষ্ঠী বেহুশ
হয়ে
পড়বে।’ (মিরকাত) PUBLISHED BY OVI♣
Tuesday, 28 April 2015
[ইসলামের কথা]( কিয়ামতের আলামত) “ধোঁয়া“যা সকল মানুষকে গ্রাস করে ফেলবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment