আসসালামু ওয়ালায়কুম।
হযরত শেখ সাদি (রা)উপদেশ..!!
উপদেশ
গুলো দেখে রাখুন,কাজে লাগবে।
➫ বিড়ালকে স্নেহ
করিলে কোলে উঠে।
➫ বানরকে স্নেহ করিলে মাথায়
উঠে।
➫ মিথ্যাবাদীর স্বরণশক্তি অধিক।
➫ পরিক্ষা বাদে কিছু বিশ্বাস করিও
না।
➫ স্ত্রী লোককে বেশী বিশ্বাস
করিও না।
➫ বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও
কার্যকারী।
➫ তিন জনের নিকট কখনো গোপন
কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ)
জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।
➫ সকল কাজেই মধ্যপন্থা অবলম্বন করিও।
➫ না শিখিয়া ওস্তাদি করিও না।
➫ কোন কাজেই প্রমাণ
ছাড়া বিশ্বাস করিও না।
➫ পথের সম্বল অন্যের হাতে রাখিও
না।
➫ ইহ-পরকালে যাহা আবশ্যক
তাহা যৌবনে সংগ্রহ করিও।
. PUBLISHED BY OVI♣
Tuesday, 28 April 2015
: উপদেশগুলো , দেখে , রাখুন,কাজে , লা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment