Tuesday, 28 April 2015

[ইসলামের , কথা]হযরত , আলী, রাঃ, এর , অমৃত, বানী ,

হযরত আলী রাঃ এর অমৃত বানী
---------------------------------
১ । কেউ যেন কোনো অবস্হাতেই
নিজের গোনাহ
ব্যতীত অন্য কিছুকে ভয় না করে
২ । একমাত্র নিজের
পালনকর্তা ছাড়া অন্য
কারো নিকট
কোনো আশা না রাখে ।
৩ । যে বিষয়
তুমি জানো না তা শিখতে গিয়ে
যেন
লজ্জাবোধ না করো ।
৪ । কেউ কিছু
জানতে চাইলে যদি তোমার
জানা না থাকে ,
তবে তোমরা অজ্ঞতার
কথাটা পরিষ্কার বলে দিতে
মোটেও
লজ্জাবোধ
করো না ।
৫ । মাথা ছাড়া যেমন মানব দেহের
কথা কল্পনা করা যায় না , তেমনি সবর
বা ধৈর্য
ছাড়া কোনো কিছুই সুষ্ঠ হয় না ।  PUBLISHED  BY OVI♣

No comments:

Post a Comment