Tuesday, 28 April 2015

[ইসলামের , কথা]প্রতিটা , সময়, আল্লাহকে , স্মরনকরুন ,

নবীজী বলেছেন আল্লাহ
তাআলা ইরশাদ করেন,
“আমার বান্দা আমার
প্রসঙ্গে যেমন
ধারণা পোষন
করে আমি তদ্রুপ
ধারণা পোষণ করি।
সে যখন
আমাকে স্মরন করে তখন
আমি তার সাথেঅবস্থান
করি।
যদি সে অন্তরেঅন্তরে আমাকে স্মরন
করে,
আমিও আমার
অন্তরে অন্তরে তাকে স্মরন
করি। আর
সে যদি কোন সভায়
আমাকে স্মরন করে,
তাহলে আমি এর চেয়েও
উত্তম সভায় তাকে স্মরন
করি। আবার সে যদি আমার
দিকে অর্ধহাত অগ্রসর হয়,
আমি তার দিকে একহাত
অগ্রসর হই। আর সে একহাত
অগ্রসর হলে আমি দুই হাত
অগ্রসর হই।
সে যদি আমারদিকে হেঁটে আসে
আমি তার
দিকে দৌড়ে গমন করি।”
বুখারী ৮ -১৭১ PUBLISHED BY OVI♣

No comments:

Post a Comment