হযরত মুয়াজ (রাঃ) হতে বর্ণিত !
তিনি বলেন
রাসুল (সাঃ)
আমাকে ১০টি বিষয়ে উপদেশ
দিতে গিয়ে বলেন-
.
❖১.
যদি কখনো তোমাকে হত্যা
কিংবা পুড়িয়ে ফেল
হয় ,তবুও তুমি আল্লাহর
সাথে কাউকে শরীক করবে না।
❖২. তোমার পিতামাতা ,পরিবার-
পরিজন ধনসম্পদ
হতে তাড়িয়ে দিলেও তাদের
অবাধ্য হবে না।
❖৩. ইচ্ছাকৃতভাবে কখনোই ফরয নামাজ
ত্যাগ করবেনা । সেচ্ছায় ত্যাগ
করলে তার ব্যাপারে আল্লাহ ও তার
রাসূলের কোন দায়িত্ত থাকবেনা।
❖৪. কিছুতেই শরাব (হারাম পানীয়)
পান করবেনা। যা সমস্ত অশ্লীল
কাজের মুল।
❖৫. সব রকমের পাপকার্য
হতে নিজেকে দূরে রাখবে।
তা না হলে আল্লাহর গজব অবতীর্ণ
হবে।
❖৬. চরম কঠিন মুহুর্তেও জিহাদের
ময়দান পরিত্যাগ করবেনা।
❖৭. যেখানে তোমার অবস্থান,
সেখানে মহামারী দেখা দিলেও
সেখানেই অবস্থান করবে।
❖৮. সাধ্যমত পরিবার পরিজনের
প্রয়োজনে অর্থ ব্যায় করবে।
❖৯. সন্তানদের আদব
শেখাতে তাদের উপর শাষনের
লাঠি সরাবেনা ।
❖১০. এবং পরিবার-
পরিজনকে সর্বদা আল্লাহর
ভীতি প্রদর্শন করবে।
(মুসনাদে আহমদ)
"আল্লাহ্ তায়ালা আমাদের
সবাইকে এই হাদিসের উপর আমল করার
তৌফিক দান
করুন-আমিন।"
[পোস্ট টি পড়া শেষে শেয়ার
করে অন্যদের জানতে সাহায্য করুন] PUBLISHED BY OVI♠
Sunday, 26 April 2015
[ইসলামের , কথা]প্রত্যেক , মুসলমানের, প্রতি , রাসূল(সঃ) , এর , ১০টি, বিশেষ, উপদেশ ,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment